প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (এফিবিসিসিআই)’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আজ জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।
এফবিসিসিই সভাপতি মো. জসিম উদ্দিন বাণিজ্যিক প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী প্রতিনিধিদলটি যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।
সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলটি সেখানে অনুষ্ঠেয় বিভিন্ন সভায় যোগদান করবেন।
প্রতিনিধিদলটি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় উপস্থিত থাকবেন।
প্রতিনিধিদলটি বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলাতে অংশ গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.