তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যরিস্টার রিয়াদ আহমেদ তুষার।
অনুষ্ঠানে আলোচকগণ ঐতিহাসিক ৭ মাচের্র তাৎপযের্র কথা তুলে ধরে বলেন, ঐতিহাসিক এই দিনেই বাংলার স্বাধীন সূযের্র সূচনা হয়। এই ৭ই মার্চ রেইসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙ্গালির মুক্তির বার্তা দিয়েছিলেন। সকলকে ৭ই মাচের্র ভাষণ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুলাহ ভূঞা প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ সভায় আলোচনা করেন।
এছাগা অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফরোজা আক্তার সুমি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.