বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসে মুমিন ব্যক্তির মৃত্যু হলে তিনি শহীদের মর্যাদা পাবেন বলে জানিয়েছেন হালের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।
শহীদ হওয়ার ব্যাখ্যায় তিনি একটি হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন।
করোনা নিয়ে সচেতন করতে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন আজহারী।
এসময় তিনি মুসনাদে আহমাদ ইবনে হাম্বলের একটি হাদিস পড়ে শোনান।
আজহারী বলেন, আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘কোনো বিশ্বাসী ব্যক্তি যদি মহামারিতে আক্রান্ত হয়ে মারা তাহলে এটা সাধারণ মৃত্যু নয়। এটা হবে শাহাদাতের মৃত্যু। এই মহামারি হলো আমার উম্মতের জন্য শাহাদাতের মর্যাদা। এটা তাদের জন্য রহমত।’
তিনি বলেন, আমরা সুস্থ থাকার চেষ্টা করব। তবে এই মহামারিতে আক্রান্ত হয়ে কেউ যদি মারাও যায় তাহলে মুমিনের জন্য এটা শাহাদাতের মৃত্যু।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.