 
     রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ১৩টি ইউনিট ও পুলিশ সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ১০টা ৩ মিনিটে এই খবর পাই। প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও আটটি ইউনিট যোগ করা হয়।
স্থানীয়রা জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে ১০টি সেকশন আছে। ৭ নম্বর সেকশনে আগুন লাগে।
একটি ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে দোকানের অন্তত ৩ জন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.