পরিক্রমা ডেস্ক : শুক্রবার সকালে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণির ৪১২ জন ছাত্র-ছাত্রী অংশ নেন।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল হান্নান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক প্রকৌশলী সন্জয় দাশ ও প্রকৌশলী নুর্শেদুল মামুন। প্রধান কেন্দ্র ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন টেলিটক লিঃ চট্টগ্রামের ব্যবস্থাপক প্রকৌশলী মীর মোশাররফ হোছাইন।
বৃত্তি পরীক্ষায় চলাকালে হল পরিদর্শন করেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, দ্বীপবর্তিকার উপদেষ্টা মাস্টার মোশারফ হোছাইন, ডাক্তার মোঃ মামুনুল হক, আজমল হুদা সিদ্দিকী, তানভীর ইকরাম সিদ্দিকী, আজিজুল হক প্রমূক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.