বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব মিয়া (২৭) নামে এক শ্রমিকের মত্যু হয়েছে।এসময় আহত হয় আরও তিন শ্রমিক।পরে তাদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসি ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, সোমবার সকালে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় বিদ্যুতের এক খুঁটি থেকে আরেক খুঁটিতে তারের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ শ্রমিক মাহবুব, নূরে আলম, শাহ আলম ও ইমামুল পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.