বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঘন কুয়াশায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজও বিমান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ১৫ মিনিট থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান। তিনি জানান, গত এক সপ্তাহের তুলনায় ঘন কুয়াশার পরিমাণ আজ বেশি হওয়ায় রাত সোয়া ৩টা থেকে শাহজালালের সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
কুয়াশা কেটে গেলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর পরিচালক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা ২০ মিনিটেও স্বাভাবিক হয়নি বিমানবন্দরের কার্যক্রম।
গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
সাধারণত বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে ফ্লাইট ওঠানামা করতে পারে না।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.