বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর আজ মঙ্গলবার বসানো হচ্ছে ১১তম স্প্যান। এর মধ্য দিয়ে সেতুর দুই প্রান্তে দৃশ্যমান হতে যাচ্ছে এক হাজার ৬৫০ মিটার। এর আগে মাওয়া প্রান্তে ৪-৫ ও ১৩-১৪ নম্বর পিলারের ওপর দুটি স্প্যান বসানো হয়েছে।
সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, প্রতি মাসেই একটি করে স্প্যান বসানো সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা। এরই মধ্যে সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে এবং চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তোলা হবে বলে আশা করা হচ্ছে।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে ১১তম স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ান-ই জাজিরার উদ্দেশে রওনা দিয়ে বিকেলে জাজিরার নাওডোবা এলাকায় পৌঁছে। স্প্যানটি আজ সকালে পিলারের ওপর তোলার কথা রয়েছে। ১১তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরো এক ধাপ এগিয়ে যাবে। দৃশ্যমান হবে সেতুর এক হাজার ৬৫০ মিটার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.