জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩০ নভেম্বর শনিবার বিকেলে মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত হয়েছে। আসরে সভাপতিত্ব করেন কবিতাপত্রের সম্পাদক কবি হালিম আজাদ।
আসরের শুরুতে `শিশিরে কবিতার স্পন্দন` শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি বজলুর রায়হান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজমুল হাসান, কবি কাজী রফিক ও কবি সৈয়দ রনো।
কবিতা পাঠ করেন কবি আবদুল মান্নান, কবি শাহীন চৌধুরী, কবি অরুণ কর্মকার, কবি আলী মামুদ, কবি মোশাররফ হোসেন ইউসুফ, কবি আতিকুল ইসলাম, কবি রফিক হাসান, কবি শিবু কান্তি দাশ, কবি লিলি হক, কবি রিয়াজ আহমেদ, শ্যামলী মন্ডল, শহীদুল জয়, কামরুজ্জামান কায়েম, নুরুল ইসলাম খোকন, প্রসপারিনা সরকার, জহুরুল ইসলাম মঞ্জু, হাসান কামরুল, মীর লুৎফুল কবীর শাদী, মোহাম্মদ আবু হানিফা, এস এ আলমগীর, চাঁন মিয়া চান্দু, রহিম কিবরিয়া প্রমুখ
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.