
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স ও মিডিয়া বিভাগের প্রধান হিসেবে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেনকে পদায়ন করা হয়েছে। একই আদেশে আরও ৮ কর্মকর্তাকে বদলি করা হয়।
রবিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
ফারুক হোসেন এর আগে ডিএমপির অপারেশন বিভাগে কর্মরত ছিলেন। তবে বেশ কয়েক মাস গণমাধ্যম বিভাগে উপ-পুলিশ কমিশনারের পদটি খালি ছিল। এ কারণে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) দিয়ে শাখাটি পরিচালিত হয়ে আসছিল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.