পরিক্রমা ডেস্ক : রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী আবদুল্লাহ নোমান। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকৌশলী নোমান ডিপিডিসি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপিডিসি’র পরিচালনা পর্ষদ কর্তৃক গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত ৩৫১তম সভা ও নিয়োগ কমিটির (পরিচালনা পর্ষদের সব পরিচালকগণ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত) সুপারিশের আলোকে ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল্লাহ নোমানকে ডিপিডিসির চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।
উল্লেখ্য আগে গত ১০ জানুয়ারি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান অবসরে যান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.