 
     বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা মহামারির কারণে রাজধানীতে কোরবানির পশুর হাটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় ঢাকার দুই সিটি করপোরেশন। শুরুতে ২৪টি হাট বসানোর উদ্যোগ থাকলেও এখন দুই সিটি এলাকায় মাত্র ১১টি হাট বসবে। এর মধ্যে ছয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং পাঁচটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। তবে ডিএসসিসি আরও ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয়া হয়েছে। নতুন ইজারা পাওয়া ছয়টি হাটসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেয়া হলো।
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনা মহামারির কারণে রাজধানীতে কোরবানির পশুর হাটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয় ঢাকার দুই সিটি করপোরেশন। শুরুতে ২৪টি হাট বসানোর উদ্যোগ থাকলেও এখন দুই সিটি এলাকায় মাত্র ১১টি হাট বসবে। এর মধ্যে ছয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং পাঁচটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। তবে ডিএসসিসি আরও ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেয়া হয়েছে। নতুন ইজারা পাওয়া ছয়টি হাটসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেয়া হলো।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান। ডিএসসিসিতে হাট ইজারা সম্পর্কিত তৃতীয় পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন অনুমোদন পাওয়া হাটগুলো হলো- খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা (ইজারামূল্য এক কোটি ২০ লাখ), যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৮০ লাখ), ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা (৫০ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা), ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডের পাশে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন খালি জায়গা (৪৮ লাখ ৫০ হাজার), আশুলিয়া মডেল টাউনের খালি জায়গা (২০ লাখ ২৫ হাজার তিন টাকা) এবং লালবাগে রহমতগঞ্জ খেলার মাঠের আশপাশের খালি জায়গা (২৫ লাখ ১০ হাজার টাকা)।
এর আগে ইজারা পাওয়া পাঁচটি হাট হলো- পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন হাট (ইজারা মূল্য ৭০ লাখ ৫০ হাজার), গোপীবাগের হাট (দুই কোটি ৫২ লাখ টাকা), হাজারীবাগের হাট (এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকা), খিলগাঁও হাট (৮৫ লাখ ৫০ হাজার), এবং আফতাব নগরের হাট (এক কোটি ১০ লাখ ৩০ হাজার)।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.