ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত মনসুর আলী ও আতাহারুন্নেসা বৃত্তি তহবিলের মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে মিসেস রওশন জাহান হামিদা বেগম আজ ১ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে হস্তান্তর করেছেন। কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
এছাড়াও, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
এ ধরনের সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং তাদের আরো উচ্চমানের শিক্ষায় উদ্বুদ্ধ করবে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.