পরিক্রমা ডেস্ক : আজ (২৩.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৯টি কোম্পানির ১১ কোটি ৪৭ লক্ষ ৫৩ হাজার ৩৫৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৮৮ কোটি ৪৬ লক্ষ ৭৭ হাজার ৬২২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৭.৯৯ পয়েন্ট কমে ৬৩৪৪.৩১ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ১৫.৪০ পয়েন্ট কমে ২২৬২.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.২১ পয়েন্ট কমে ১৩৯৮.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রিফুয়েলিং, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, সী পার্ল বীচ, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার ও কেডিএস এক্সেসোরিজ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নাভানা ফার্মা, সী পাল বীচ, অরিয়ন ফার্মা, সোনালী পেপার, ইন্ট্রাকো রিফুয়েলিং, বিজিআইসি, প্রগতী ইন্সু্রেন্স, ঢাকা ডাইং, প্রইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডিকম অনলাইন, শমরিতা হসপিটাল, বিবিএস, ইন্দো-বাংলা ফার্মা, জেএমআই হসপিটাল, আরামিট লিঃ, বিডি ল্যাম্পস, মনোস্পুল পেপার, তমিজুদ্দীন টেক্সটাইল ও জেএমআই সিরিঞ্জ। আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৬৭৬০৪৪৫৩১৫০০.০০।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.