 
     ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রে উদ্যোগে ‘নজরুল—বিষয়ক সেমিনার’ আজ ৩০ জুলাই ২০২৩, রবিবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রে উদ্যোগে ‘নজরুল—বিষয়ক সেমিনার’ আজ ৩০ জুলাই ২০২৩, রবিবার বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা কাওসারের সভাপতিত্বে সেমিনারে ‘সওগাত ও নজরুল: সম্পর্কসূত্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিন। প্রবন্ধের উপর আলোচনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান। সেমিনারে ‘নজরুলের গদ্য শব্দের দ্ব্যর্থবোধকতা’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। এ প্রবন্ধের উপর আলোচনা করেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার রহমান।
প্রো—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রথম প্রবন্ধে জাতীয় কবি নজরুল ইসলামের সাংবাদিকতা জীবন এবং দ্বিতীয় প্রবন্ধে কবির গদ্য সাহিত্যের চিত্র ফুটে উঠেছে। নজরুলের ব্যক্তি ও কর্ম জীবনের বিশালতা অত্যাধিক। তাঁর কবিতায় তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের সংগ্রাম ও মুক্তি আন্দোলন, রাজনীতি এবং অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। তিনি একজন প্রকৃত সমাজ সংস্কারক ছিলেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে সবসময় প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.