পরিক্রমা ডেস্ক : দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে ব্যাপকভাবে ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আলোকে গত (৩১.০৮.২০২৩খ্রি.) তারিখ ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এণ্ড কলেজে প্রায় ৪ (চার) হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে বিজ্ঞান জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এতে সংস্থার ৪ (চার)টি আধুনিক বৈজ্ঞানিক উপকরণ সমৃদ্ধ মিউজিয়াম বাস অংশগ্রহণ করে। এর আগে গত ০৩ আগস্ট মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজ, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, ৪ ও ৫ আগস্ট বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ০৬ আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ, ২৭ আগস্ট বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ৩০ আগস্ট শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ০৮(আট) হাজার জন শিক্ষার্থীর উপস্থিতি ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষা কার্যক্রম ও টেলিস্কোপ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “দেশব্যাপী এ বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। পুথিগত জ্ঞানের সমান্তরালে বিজ্ঞান জাদুঘরের
কর্মকর্তা-কর্মচারিরা শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানকে শিক্ষণীয় ও আকর্ষণীয়ভাবে উপভোগ্য করে তুলছে, যা’ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি ক্রমাগত আকর্ষণ সৃষ্টি করছে। সারাদেশ থেকে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান জাদুঘরের এ ভ্রাম্যমাণ কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছে। সম্প্রতি প্রায় ০৮(আট) হাজার শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে বিজ্ঞান জনপ্রিয়তা বৃদ্ধিতে জাদুঘর কর্তৃপক্ষ এ কর্মসূচি সম্প্রসারণ করবে।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.