বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দেশে দারিদ্র্যের হার কমেছে বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশে দারিদ্রের হার ২০.৫ শতাংশে নেমে এসেছে, সংখ্যায় যা ৩ কোটি ২৮ লাখ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ অর্থবছরের আলোকে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র (বিবিএস) তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আগের অর্থ বছরে দারিদ্র্যের হার ছিল ২১.৮ শতাংশ। তিনি বলেন, হতদারিদ্র্যের হারও কমেছে। চলতি অর্থবছরে এই হার ১০.৫ শতাংশ যা আগের অর্থবছরে ছিল ১১.৩ শতাংশ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.