ঢাকা, ১১ আগস্ট ২০২৫:
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মরহুম জনাব আজিম উদ্দিন আহমেদ-এর স্মরণে এক দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট ২০২৫ (রবিবার) বিকাল ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মরহুম আজিম উদ্দিন আহমেদ-এর জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
স্বাগত বক্তব্য দেন এনএসইউ-এর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক প্রতিনিধিরা মরহুমকে স্মরণ করে বক্তব্য দেন। স্মৃতিচারণ করেন প্রজেক্ট ডিরেক্টর জনাব মুশতাক হাবিব এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স-এর ডীন অধ্যাপক সাজ্জাদ হোসেন।
বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম. এ কাশেম বলেন,
“আজিম উদ্দিন আহমেদের প্রয়াণে আমরা তাঁর পরিবারের মতোই শোকাহত। এনএসইউ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই তাঁর সঙ্গে আমার পরিচয়। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ব্যক্তি, এবং বাংলাদেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর দূরদৃষ্টি ও নেতৃত্ব এনএসইউ-কে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
এছাড়াও স্মৃতিচারণ করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ— জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব বেনজীর আহমেদ, রেহানা রহমান, ইয়াছমিন কামাল এবং ফওজিয়া নাজ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের কন্যা ফারজানা আজিম কান্তা। তিনি বলেন,
“আমার বাবা ছিলেন অসাধারণ বিনয়ী একজন মানুষ। তিনি ছিলেন উদার, সমাজের সকলের জন্য নিবেদিত প্রাণ। এনএসইউ ছিল তাঁর সন্তানের মতো— তিনি একে আমাদের মতোই ভালোবাসতেন।”
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার বলেন,
“মরহুম জনাব আজিম উদ্দিন আহমেদ ছিলেন একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও মহৎ হৃদয়ের মানুষ। সহ-প্রতিষ্ঠাতাদের সঙ্গে তিনি এনএসইউ’র জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর আদর্শ ও প্রচেষ্টাকে সামনে রেখে আমরা এনএসইউকে আরও এগিয়ে নিতে চাই।”
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,
“তিনি ছিলেন মহৎ ও কোমল হৃদয়ের মানুষ। তাঁর আচরণ ছিল পরিশীলিত এবং তিনি যোগ্যদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতেন। এনএসইউ’র উন্নয়ন ও উচ্চশিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদান রয়েছে, যা পরবর্তী প্রজন্মও স্মরণ করবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. _______ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.