বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে । খবর ভোয়া'র।
রাষ্ট্রদূত মিলার সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে এমন আশাবাদ ব্যাক্ত করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে একই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই রাষ্ট্রদূত। নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র থেকে ৩২ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলেও তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করা অব্যাহত রাখাবে বলে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত মিলার।
এদিকে, অতি সম্প্রতি জাতিসংঘ বলেছে তারা বাংলাদেশের নির্বাচনকে নিবিড় পরযবেক্ষনে রেখেছে। জাতিসংঘের মহাসচিবেরর মুখপাত্র বলেছেন নিরবাচনকে অবশ্যই যেকোনো ধরনের বলপ্রয়োগ, জোরজবরদস্তি, বাধাবিঘ্ন তথা পুরোপুরিভাবে হুমকি-ধামকি মুক্ত হতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.