মাদক মামলায় জামিনে মুক্তি পাওয়া চিত্রনায়িকা পরীমনির সিনেমার শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই। বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
পরীমনির আইনজীবী জানান, মাদক মামলায় পুলিশ আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেওয়ার আগপর্যন্ত পরীমনির জামিন কার্যকর থাকবে। এ অবস্থায় তার শুটিংয়ে অংশ নিতে কোনো আইনি বাধা নেই। তবে চার্জশিট আদালতে জমা হওয়ার পর পরীমনিকে পুনরায় জামিন নিতে হবে।
তিনি আরো জানান, পরীমনি বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তার চিকিৎসার ব্যবস্থা পরিবার করবে।
কারামুক্তির পর গণমাধ্যমে পরীমনির কথা না-বলার কারণ সম্পর্কে আইনজীবী নীলাঞ্জনা বলেন, এতদিন জেলহাজতে থাকায় তার একটু শারীরিক-মানসিক অসুবিধা আছে, যার কারণে মিডিয়ার সামনে কথা বলেননি। তবে মিডিয়ার সঙ্গে তিনি কথা বলবেন, অবশ্যই কথা বলবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.