বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে পাটুরিয়া-দৌলতদিয়ার পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে নৌপথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় স্বাভাবিক হবে ফেরি চলাচল।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.