বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যুব মহিলা লীগের বহিস্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া তিন মামলার মধ্যে দুটির তদন্তভার র্যাবকে দেয়া হয়েছে।
শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনে করা মামলার তদন্তভার পেল র্যাব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দর থানার জাল নোটের মামলাটি গোয়েন্দা পুলিশের হাতেই রেখেছে বলে জানান র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফি উল্লাহ বুলবুল।
তিনি জানান, গোয়েন্দা পুলিশের হাতে পাপিয়ার রিমান্ড মঙ্গলবারই শেষ হচ্ছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরো দশ দিনের রিমান্ডে নিতে আমরা আদালতে আবেদন করব।
এর আগে গত ২২শে ফেব্রুয়ারি পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী এবং তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.