পরিক্রমা ডেস্ক : তরুন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা ও গবেষণায় মনোনিবেশের আহবান জানিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, “ শুধু চিকিৎসক, গবেষক বা বিজ্ঞানী হওয়াই জীবনের সার্থকতা নয়। জীবন চর্চায় সততা ও নৈতিকতা না থাকলে ডিগ্রী বা জ্ঞান অর্জন বৃথা। সৎ প্রকৌশলী, সৎ চিকিৎসক, সৎ বিজ্ঞানী কিংবা সৎ প্রশাসক না হলে বিজ্ঞান চর্চার সুফল পাওয়া যাবে না। এতে সব অর্জন ভঙ্গুর হয়ে যাবে। প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মেধা ছড়িয়ে আছে, সে মেধাকে উদ্ভাবনী কাজে লাগিয়ে পরিবেশ দূষণ রোধ, খাদ্যে ভেজালের ঘটনা প্রতিরোধসহ জীবনমান উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে যথাযথ প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে। কাজে ফাঁকী দেয়া, ঘুষ নেয়া ও অবহেলার জন্য মানুষের বিকল্প হিসেবে এখন বিশ্বজুড়ে রোবটকে প্রাধান্য দেয়া হচ্ছে, যা’ আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের জন্য অত্যন্ত অমর্যাদাকর। মানুষের শ্রেষ্ঠত্ব তার মেধায়, সৃজনশীলতায় এবং নৈতিকতায়, তার প্রমাণ মানবজাতিকে দিতে হবে। বিজ্ঞান মুখস্ত করার বিষয় নয়। পশু পাখীকে যেভাবে খাবার গেলানো হয়, বিজ্ঞানকে সেভাবে গেলানো যায় না, বিজ্ঞান চর্চার বিষয়। সমসাময়িক অনেক চ্যালেঞ্জ বা সমস্যা প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে সমাধান করা যায়। এ পৃথিবীতে মহান আল্লাহ্ প্রদত্ত অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আহরন ও ব্যবহারেও আধুনিক প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বিজ্ঞান চেতনার সঙ্গে সততার চেতনার সমন্বয় ঘটিয়ে উন্নত ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব ”।
আজ ১৯ জুন, ২০২৩ ইং ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ১ম দিনে বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মাদ মুনীর চৌধুরী তরুন বিজ্ঞানীদের প্রতি এ আহবান জানান। জেলা ও উপজেলা পর্যায়ে বিজয়ী হয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতায় বিজ্ঞান জাদুঘরে ৬ শতাধিক প্রতিযোগীসহ সহস্রাধিক অতিথি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এ উপলক্ষ্যে বিজ্ঞান কমপ্লেক্স ভবন তরুন বিজ্ঞানী ও উদ্ভাবকদের আগমনে মুখরিত হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.