পরিক্রমা ডেস্ক : বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে ভারতের অন্যতম প্রাচীন দ্বিনি শিক্ষাকেন্দ্র আমরুহা মাদরাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানীর (রহ.) সুযোগ্য নাতি আওলাদে রাসুল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.) গতকাল শনিবার তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত মসজিদ ও মাদরাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দ্বীপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।
আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্রুপের দ্বিনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন।
 
    
 প্রিন্ট করুন
প্রিন্ট করুন
 সেভ করুন
সেভ করুন