ঢাকা, (তারিখ: ২৭ অক্টোবর, ২০২৫) – বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, মহোদয় কর্তৃক সম্প্রতি "নথি ব্যবস্থাপনা ও স্ট্রেস ম্যানেজমেন্ট" বিষয়ক এক প্রাণবন্ত ইন-হাউস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নথি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষম করে তোলা।
প্রশিক্ষণ সেশনে নবম থেকে তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চেয়ারম্যান মহোদয় নিজে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের উজ্জীবিত করেন, যা প্রশিক্ষণটিকে আরও শিক্ষনীয় ও আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান। তিনি স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন, যা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিএসইসির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ সহ নবম গ্রেড হতে তদূর্ধ্ব গ্রেডের সকল কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.