পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর শতশত তরুণ শিক্ষার্থীদের পদভোরে এখন মুখরিত। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে চলছে একের পর এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এরই আলোকে আজ (২৯.০৮.২০২২ইং) ‘মহামরীকালীন স্বাস্থ্য সুরক্ষা: টিকাদান কর্মসুচি এবং করোনাকলীন স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক দুটি বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)‘ থেকে অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী এবং ভারতেশ্বরী হোমস, মির্জাপরু, টাঙ্গাইল’ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মত খাবারে অভ্যস্ত হতে হবে, ফাস্টফুড পরিহার করতে হবে এবং ঘরে তৈরি খাবার খেতে হবে। নিয়ম—নিষ্ঠা ও মূল্যবোধে সমৃদ্ধ সুস্থ ও সুখী জীবন গড়ে তুলতে হবে। মানুষের ভোগবাদী প্রবনতা পৃথিবীর প্রাকৃতিক সম্পদকে হ্রাস করছে। জীবনকে প্রকৃতির সঙ্গে সমন্বয় করে পরিচালনা করতে হবে”। এছাড়া শিক্ষার্থীদের জন্য জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে বৈচিত্রপূর্ণ স্মারক উপহার প্রদান করা হয়। বিজ্ঞান জাদুঘরে তরুণদের ফাস্টফুড পরিহারের তাগিদ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.