পরিক্রমা ডেস্ক : “বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব লাগাতে হবে। সাশ্রয়ী জাতি হিসেবে জাপানীরা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত। জাপানীরা বাথটাবের পানি সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করে। সিংগাপুরে টয়লেটের পানি পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। ঘরে ঘরে ভারি পর্দা না টানিয়ে সূর্যালোক প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। সৌরশক্তি অফুরন্ত, এর সুযোগ কাজে লাগাতে হবে। প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদ - সবই মানব জাতির জন্য মহান আল্লাহর অপার অনুগ্রহ, যা’ কোনভাবেই অপচয় বা অপব্যবহার করা যাবেনা।” আজ (০৭.০৯.২০২২খ্রি:) তারিখ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এ প্রশিক্ষণরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এছাড়া প্রশিক্ষনার্থীদের জন্য জাদুঘরে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে বৈচিত্র্যপূর্ণ স্মারক উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.