মহামারি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ‘অতি জরুরি প্রয়োজন ছাড়া’ বাড়ির বাইরে বের হলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
কিন্তু এই বিধিনিষেধ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্যবিষয়ক উপসম্পাদক এস এম রিয়াদ হাসানের জন্মদিন উদযাপন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের উপস্থিতিতে কাটা হয়েছে কেক। এ ছাড়া ওই নেতার জন্মদিন উপলক্ষে আতশবাজি ফোটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অতিথি কক্ষে তার জন্মদিন উদযাপন করা হয়।
এর আগে ১ জুলাই আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। এ–সংক্রান্ত জারি করা বিধিনিষেধে বলা হয়, সামাজিক অনুষ্ঠান যেমন, বিয়ে, জন্মদিন, বনভোজন, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি করা যাবে না।
এই বিধিনিষেধ না মেনে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন ছাত্রলীগের একদল নেতাকর্মী। জন্মদিন উপলক্ষে রিয়াদ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়ও করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.