মোঃ ফারুক আহম্মেদ : রবিবার(১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ভারত থেকে আগত কোলকাতা-ঢাকাগামী দুরপাল্লার বাস শ্যামলী পরিবহণ তল্লাশী করে ৩০.০০০(ত্রিশ হাজার) ইউএস ডলার সহ অর্থ পাচারকারী বাসযাত্রী মোঃ তোফাজ্জল হোসেন(৫২) কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৪৯ বিজিবি)'র সদস্যরা। এ সময় তার কাছে থাকা ১টি আইফোন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
৪৯,ব্যাটালিয়ন(যশোর) অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন," রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল পোর্টথানাধীন আমড়াখালী চেকপোস্টে ভারত থেকে আগত কোলকাতা-ঢাকাগামী দুরপাল্লার বাস শ্যামলী পরিবহণে তল্লাশী চালিয়ে ৩০,০০০(ত্রিশ হাজার) ইউএস ডলারসহ অর্থ পাচারকারী বাসযাত্রী তোফাজ্জেল হোসেন কে গ্রেফতার করে সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ বিজিবি টহলদল। তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্য থেকে ডলারগুলি উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা ১টি ভারতীয় আইফোন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়"।
অর্থ উদ্ধারের ব্যাপারে অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই ফলস্বরুপ অর্থ পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়।
আসামী তোফাজ্জল হোসেনের বাড়ী মুন্সিগঞ্জ জেলায়।
আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সর্বমোট সিজার মূল্য ৩৩,৪০,০০০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বেনাপোল প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.