বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন। আজ বুধবার ১৭ জুন ভোর রাতে নগরের পাঁচলাইশের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জোহরা বেগমের মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু সার্জারি বিভাগের প্রধান ডাক্তার তাহমিনা বানু তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ড. হোসেন জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, মায়ের অসুস্থতার জন্য তিনি চট্টগ্রামে ছিলেন। দুই ভাইবোন বাসায় মায়ের চিকিৎসাসেবা দিচ্ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাকে চন্দনাইশে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। জোহরা বেগম চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তারা সবাই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.