পুলিশের ২২ পরিদর্শক (নিরস্ত্র) পদে বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে বিষয়টি জানানো হয়। গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে অফিসার ইনচার্জ (ওসি) ও সম-পদমর্যাদায় কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.