পরিক্রমা ডেস্ক : মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহেরকে পদায়ন করে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৩১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।
অধ্যাপক মো. আবু তাহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি একই কলেজে দীর্ঘদিন উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
জানা গেছে, অধ্যাপক মো. আবু তাহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৩ সালে ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.