পরিক্রমা ডেস্ক : বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহের পর অবশেষে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯ টার দিকে ধানমন্ডি, কারওয়ানবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে রাজধানীতে। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
গত কয়েকদিন বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারাদেশে ছড়িয়ে পড়ে। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.