করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে টিকা গ্রহণ করবেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা, সংশ্লিষ্ট সচিবগণ এবং ব্যক্তিগত চিকিৎসকরা উপস্থিত থাকবেন।
এর আগে, বুধবার (৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রাষ্ট্রপতির টিকা নেওয়ার বিষয়টি জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনে বেলা ১টায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেবেন।’
উল্লেখ্য, এর আগে গত ১০ মার্চ কোভিড-১৯-এর প্রথম ডোজের ভ্যাকসিন নেন রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রী রাশিদা খানম।
প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে প্রদানের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হয়।
গত ৮ এপ্রিল থেকে দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়। এর আগে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।
জানা যায়, গত ২৫ এপ্রিল পর্যন্ত ৫৮ লাখ ১৮ হাজার ৪০০ জন করোনাভাইরাসের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। এছাড়াও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কর্মসূচি চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.