বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ১০ মার্চ আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। এ ক্ষেত্রে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১০১টি উপজেলার তালিকাও প্রস্তুত করা হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) কমিশন সভায় তালিকাটি তুলে ধরা হবে, যেখানে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
এতে যেসব উপজেলার প্রথম সভা ২০১৪ সালের ২২ মার্চ অথবা তার আগে হয়েছে, অর্থাৎ ২০১৯ সালের ২১ মার্চের মধ্যে যেসব উপজেলার মেয়াদোত্তীর্ণ হবে- এমন শতাধিক উপজেলার নির্বাচন প্রথম ধাপে করা যেতে পারে বলে প্রস্তাব রাখা হয়েছে। নির্বাচনযোগ্য এমন উপজেলার সংখ্যা ১০১টি।
ইসির কর্মকর্তারা জানান, উপজেলা পরিষদ ভোটের তফসিলের জন্য ইসির সব প্রস্তুতি শেষ করা হয়েছে। উপজেলাগুলোর নামসহ চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে কমিশন সভায়। এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির।
আর পঞ্চম ধাপের ভোট হবে রোজার ঈদের পর।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.