বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রকে প্রকল্পের কেনাকাটায় অনিয়ম-দুর্নীতি, ভারতে টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন ডাক বিভাগের মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করেছেন।
সারা দেশের উদ্যোক্তাদের সাড়ে ৮ হাজার ল্যাপটপসহ অন্য সরঞ্জামাদি সরবারহের কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা সরবারহ না করেই বিল ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলন, আউটসোর্সিংয়ের কাজে অতিরিক্ত বিল উত্তোলন, ই-সেন্টার স্থাপনের ক্ষেত্রে অনিয়ম, ঠিকাদারি কাজে অনিয়ম, ভারতে শত কোটি টাকা পাচার ও বাড়ি আছে এমন অভিযোগের ভিত্তিতে সুধাংশু শেখর ভদ্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডাক বিভাগের ডিজির বিরুদ্ধে তার নিজের নামে সম্পদ না রেখে আত্মীয়-স্বজনদের নামে অঢেল সম্পদ করার অভিযোগও রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.