শরীয়তপুর সাংবাদিক সমিতির ২০২২-২৩ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ (বাংলাভিশন) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম (আমার সংবাদ)।
শুক্রবার (১০ জুন) রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্ট দ্বিবার্ষিক সাধারণ সভায় সদ্য কমিটির ঘোষণা করা।
শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রোজিনা ইসলাম (প্রথম আলো),রেজাউল হক রেজা (আনন্দ আলো), মনির হোসেন, (নয়া দিগন্ত) শাহাদাৎ হোসেন শাহীন (দৈনিক গণমুক্তি), সৈয়দ আবদুল গাফফার তপন (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা যুথী (ডিবিসি), এফ রহমান রূপক (দৈনিক গণমুক্তি), সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (সময় টেলিভিশন), সহ-সাংগঠনিক মাহবুব আলম (ডেইলি সান), জামাল উদ্দিন (বাংলাভিশন), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (আমার সংবাদ), সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক, খলিলুর রহমান জুয়েল (এটিএন বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বিষয়ক জাফর আহমেদ (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম (নাগরিক টেলিভিশন), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার), নারী বিষয়ক সম্পাদক জাকিয়া আহমেদ (দৈনিক বাংলা)।
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক চঞ্চল (যুগান্তর), আতাউর রহমান (সমকাল) আব্দুস সালাম (প্রথম আলো), মহসিন বেপারী (বাসস), হাবিবুর রহমান পলাশ (দেশ রূপান্তর), মহিউদ্দিন তুষার (দৈনিক গণমুক্তি)।
অর্থ বিষয়ক সম্পাদক এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ দুটি শূন্য রাখা হয়েছে।
এর আগে সাংবাদিক সমিতির সাবেক সভাপতি যুগান্তরের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হক চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমকালের সিনিয়র রিপোর্টার আতাউর রহমানের সঞ্চালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলী।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.