পরিক্রমা ডেস্ক : শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদকে ভূষিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। শিক্ষায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ পদক দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা ও সংগীতসহ বিভিন্ন বিভাগে আরও ৮ জন বিশিষ্টজনকে এ সম্মাননা দেয় ব্রাহ্মণবাড়িয়া গুণীজন সংবর্ধনা পরিষদ।
তারা হলেন- চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, সাহিত্যে কথা সাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন শৃঙ্খলায় পুলিশের এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সঙ্গীতে কণ্ঠশিল্পী শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.