আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ অসুস্থ্যতা অথবা দূর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে চুক্তির শর্ত মোতাবেক নির্দিষ্ট পরিমান বীমা সুবিধা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহিদুর রশিদ ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং জেনিথ লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি পত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, জেনিথ লাইফের ডিজিএম মোঃ আনোয়ার হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.