প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২২, ১:১৮ অপরাহ্ণ
‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী 'স্কয়ার মাতা' হিসেবে আখ্যায়িত অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মহীয়সী নারী অনিতা চৌধুরী একইসাথে মাতৃস্নেহ ও স্কয়ার গ্রুপের মতো বিশালায়তন প্রতিষ্ঠান পরিচালনায় দিকনির্দেশনার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা অনন্য। নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তাঁর জীবন ও কর্ম আমাদের নারীদের জন্য হতে পারে আদর্শ ও অনুকরণীয়।
উল্লেখ্য, অনিতা চৌধুরী (৯০) আজ রোববার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
জাকির হোসেন/বি. পরিক্রমা
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.