আগামী ১০ আগস্ট পূর্ব নির্ধারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, জরুরি সভা ডেকে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার কারণে আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পূর্ব নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবং পরীক্ষার পরবর্তী তারিখ পরীক্ষা শুরু হওয়ার চার সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার ফি সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে কোনো চাপ নেই শিক্ষার্থীদের। পরবর্তী তারিখ ঘোষণার আগ পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.