ঢাকা: ০১ ফেব্রুয়ারি ২০২২
২৬ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণ করে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে Best Reserved Stall হিসেবে গোল্ড ট্রফি অর্জন করেছে। ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বিসিকের দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় স্টল মেলার সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি স্টলে প্রদর্শিত পণ্য ও সেবার মান দর্শকদের প্রশংসা অর্জন এবং মেলার সার্বিক সাফল্য অর্জনে গুরত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এ ট্রফি প্রদান করা হয়।
গতকাল (৩১ জানুয়ারি ২০২২ তারিখ) মেলার সমাপনী অনুষ্ঠানে জনাব গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি, মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, প্রধান অতিথি এবং জনাব টিপু মুনশি, এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি প্রদান করেন।
এবার বিসিক স্টলের মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য ও কতিপয় ঐতিহ্যবাহী পণ্যের ব্র্যান্ডিং কার্যক্রমসহ বিসিকের কার্যক্রম ও সেবাসমূহ প্রচার এবং উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) প্রদান করা হয়েছে। এছাড়াও বিসিকের মৌমাছি পালন কর্মসূচির আওতায় পরিচালিত মৌমাছি পালন কেন্দ্রের উৎপাদিত মধু নির্ধারিত মূল্যে বিসিক স্টলে বিক্রয় ও প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছিল।
এ ট্রফি অর্জন দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পখাতের উন্নয়নে বিসিকের কার্যক্রমকে আরও বেগবান করবে। মেলার পরবর্তী আসরে সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে আরও বৃহৎ পরিসরে সুযোগ সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করবে বিসিক।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.