বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ডা. মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা প্রদান করায় অভিযুক্ত তার স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নিতে গত শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।
একাধিক পর পুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়ার জেরে আত্নহত্যার পথ বেছে নেন তরুণ চিকিৎসক ডা. আকাশ। ইনজেকশনের মাধ্যমে নিজেই শরীরে বিষ প্রয়োগে আত্নহত্যার পর নগরীর চান্দগাঁও আবাসিক বি-ব্লকের ২ নম্বর সড়কের ২০ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নগরীর নন্দনকানন এলাকার খালাতো ভাইয়ের বাসা থেকে স্ত্রী তানজিলা হক মিতুকে গ্রেফতার করে নগর পুলিশর কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।
শুক্রবার বিকালে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে আত্নহত্যায় প্ররোচণার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেন ডা. আকাশের মা জোবাইদা খানম। মামলায় মিতু, তার বাবা আনিসুল হক চৌধুরী, মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মিতুর দুই ছেলে বন্ধুকে আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.