পরিক্রমা ডেস্ক : অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে জাপান সরকারের সহায়তায় UNODC কর্তৃক মাদকদ্রব্য ও প্রিকারসর কেমিক্যালস্ সনাক্তকরণের কিটস্ অধিদপ্তরকে হস্তান্তর করা হয়। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো: আবদুল ওয়াহাব ভূঞা, অতিরিক্ত মহাপরিচালক জনাব মো: আজিজুল ইসলাম, পরিচালকবৃন্দসহ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে United Nations Office on Drugs and crime (UNODC) এর প্রতিনিধি জনাব জুসুয়া আর্টিটি গনজালেস্ উপস্থিত ছিলেন । এ সময় বাংলাদেশে মাদকদ্রব্যর চোরাচালান, অপব্যবহার ও মাদকাসক্ত মোকাবেলায় অত্র অধিদপ্তরের চলমান ও ভবিষ্যতে সম্ভাব্য করনীয়,পরিকল্পনা সম্পর্কে মান্যবর জাপান রাষ্ট্রদূতকে অবহিত করা হয় । অতঃপর জাপান সরকারের সহায়তায় UNODC কর্তৃক মাদকদ্রব্য ও প্রিকারসর কেমিক্যালস্ সনাক্তকরণের কিটস্ মান্যবর জাপান রাষ্ট্রদূত অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নিকট হস্তান্তর করেন ।এছাড়া ইতোপূর্বে জাপান সরকারের সহায়তায় UNODC কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নৌপথে মাদক পাচার রোধে ২টি স্পীডবোট প্রদান করা হয়। । উক্ত অনুষ্ঠানে জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমানএবং এ সম্পর্ক উত্তরোত্তর উন্নয়ন ঘটেছে ।বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বান্তবায়নে জাপান সরকরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.