নির্বাচনে হেরে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ’র লোকজন হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা করেছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
গতকাল কাজী জাফরউল্লাহ অভিযোগ করেছিলেন: নির্বাচনে জয়ের পর নিক্সন চৌধুরীর সমর্থকেরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা করছে, লুটপাট করছে। অভিযোগ জানালেও প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কমনা করেন।
একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ থেকে বের হয়ে সাংবাদিকরা এ বিষয়ে তার দৃষ্টি নিক্সন পাল্টা অভিযোগ করে বলেন: ঘটনা উল্টা! নির্বাচনের পরে নয় নির্বাচনের দিন কিছু হামলার ঘটনা ঘটেছে। আমার বিপক্ষে যে আছেন, কাজী জাফরউল্লাহ, তিনি সেন্টার কাটতে (কারচুপি) পারেন নাই প্রশাসনের জন্য, জনগণের জন্য। এজন্য আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘর ভাঙছে। এটা নিয়ে তদন্ত হচ্ছে, কে বা কারা এটা করেছে। সরকারে প্রতি আমি আহ্বান জানাবো এটার যেন সুষ্ঠু বিচার হয়।
স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এলার উন্নয়নে কোন সমস্যা হবে না দাবি করে তিনি বলেন: ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন তিন থানার জনগণকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে। আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছেন। স্বতন্ত্র আর সরকারি দল তো বিষয় নয়, আমি সংসদ সদস্য। অন্যরা যে কাজ করবে আমিও করবো। আগামী দিনে এ উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ রাছেন তিনি।
ফরিদপুর-৪ সংসদীয় এলাকা মাদক মুক্ত করার প্রত্যয় জানিয়ে নিক্সন চৌধুরী বলেন: প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার তিন থানার ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এ ৩ থানার মানুষের কাছে আমার প্রতিশ্রুতি আগামী দিনে মাদক মুক্ত করবো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.