পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তিস্তার পানি বন্টনের বিষয়টি উত্থাপনের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেগম রওশন এরশাদ। বেগম রওশন এরশাদ আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গা নদীর চুক্তির মেয়াদ বাড়ানো এবং অন্য ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য বন্টন নিয়েও আলোচনা করবেন। তিনি বিশ্বাস করেন যে উভয় প্রতিবেশী দেশের পারস্পরিক সুবিধার জন্য এই অমীমাংসিত সমস্যাগুলি অবশেষে নিষ্পত্তি করা হবে। তিনি আরও আশা ব্যক্ত করেন অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলি যেমন বাংলাদেশ ভারত বাণিজ্য ব্যবধান দূরীকরণ, ভারতে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাধা অপসারণ, ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশী শিক্ষার্থীদের স্কলারশীপ বৃদ্ধি এবং সরাসরি ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি (FDI) এসব বিষয়ও আলোচনা হওয়া দরকার।
তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পরিবেশ রক্ষায় দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়েও নেতারা কথা বলতে পারেন। উভয় দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আগামী দিনে দু’দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের উন্নতি অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.