পরিক্রমা ডেস্ক : সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্সু্রেন্স লিঃ-এর সাথে ঢাকা ব্যাংকের প্রিমিয়াম জমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষরের ফলে জেনিথ ইসলামী লাইফ ইন্সু্রেন্স লিমিটেড এর সকল গ্রাহক দ্রুত ও নিরাপদে প্রিমিয়ামের টাকা “ঢাকা ব্যাংক লিমিটেড” এর যে কোন শাখা/উপশাখায় গিয়ে ব্যাংকের জমা স্লিপে গ্রাহকের পলিসি নম্বর এবং গ্রাহকের বিস্তারিত বিবরণ ও নামের জায়গায় জেনিথ ইসলামী লাইফ ইন্সু্রেন্স লিমিটেড লিখে প্রিমিয়ামের সমপরিমাণ টাকা উল্লেখ করে জমা করলেই পলিসির টাকা জমা হয়ে যাবে এবং জমার রশিদ ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে গ্রাহককে প্রদান করা হবে। প্রিমিয়াম জমার সাথে সাথে জেনিথ ইসলামী লাইফের সফটওয়্যার থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক এসএমএস পাবে এবং জেনিথ ইসলামী লাইফের এ্যাপস ও ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে গ্রাহক তার প্রিমিয়াম স্টেটমেন্ট দেখতে ও নিতে পারবেন। যার ফলে গ্রাহকের আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধিসহ প্রিমিয়াম সংগ্রহের হার বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.