ঐতিহাসিক জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার বিদেহী আত্মার প্রতি দোয়া ও শ্রদ্ধা জানিয়েছেন, ঢাকাস্থ নান্দাইল সমিতির সভাপতি এবং দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহ—সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন সাদা মনের মানুষ এডভোকেট মোঃ রফিকুল ইসলাম।
এডভোকেট মো. রফিকুল ইসলাম তার শ্রদ্ধা বার্তায় বলেন, বাংলাদেশের ইতিহাসে যে সব ঘটনা কাঙ্খিত সোনার বাংলা গড়তে বাধা তৈরি করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ৭৫এর এই নির্মম জেল হত্যাকান্ড। যার কারনে দেশ পিছিয়ে গেছে বহু বছরের অপূরনীয় ক্ষতিতে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এবং একটি কুচক্রীমহল বাংলাদেশকে পুনরায় পাকিস্তানীর অংশ করার ষড়যন্ত্র হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। এরপর সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার অভিপ্রায়ে হত্যা করা হয় এই চার নেতাকে।
তিনি বলেন, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।
এডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, জাতীয় চার নেতাই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। প্রতি বছর এই দিনে বাংলাদেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।
তিনি বলেন, জাতীয় চার নেতার মৃত্যুদিনে তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.