শামসুজ্জামান ডলারঃ
নাগরিক সেবার কারণে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসি ল্যান্ডের পুরস্কার পেলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাশিস ঘোষ।
মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মাসুদুর রহমান খানের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
তথ্যপ্রযুক্তির প্রসারের মাধ্যমে নাগরিক সেবার বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়।
কর্মক্ষেত্রে পরিচ্ছন্ন ও সৎ কর্মকর্তা হিসেবে তিনি ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
তার অফিসে পুরনো যেকোন নথি খুজতে চাইলে কয়েক হাজার নথির মধ্যে কাঙ্খিত নথি কয়েক মিনিটের মধ্যেই বের করে দেয়া সম্ভব যা সারাদেশের এক অনন্য দৃষ্টান্ত।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শুভাশিস ঘোষ জানান, ভূমির সেবা গ্রহীতাদের সেবা দেয়ার চেষ্টা করছি মাত্র। আর সেবা দেয়াটা আমার অভ্যাসগত।
তাছাড়া কাজের স্বীকৃতি পেলে মানুষ কাজের প্রতি আরো উৎসাহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.