বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক ইমরুল কায়েস। ফলে প্রথমে বোলিং করছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।
ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে কুমিল্লা-রংপুরের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবল আনুষ্ঠানিকতার।তবে শীর্ষস্থান নিশ্চিতের লড়াই থাকছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এ ম্যাচে যে জিতবে তারাই চূড়ায় থেকে গ্রুপপর্ব শেষ করবে। এতে সুপার ফোরে সুবিধা পাবে জয়ী দল।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, ওয়াকার সালামখেইল ও সঞ্জিত সাহা।
রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, মেহেদি মারুফ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.